নগ্নতা মানেই যৌনতা নয়!
কানাডায় নগ্নবক্ষ হয়ে সাইকেল চালিয়েছিলেন তিন বোন। সেই অভিযোগেই তাদের বাধা দেয় সেখানকার পুলিশ। পুলিশের এই বাধাকে সহজে মেনে নিতে পারেননি সেখানকার অন্য নারীরা। পরে এর প্রতিবাদে শত শত নারী নগ্ন বক্ষ হয়ে করেছেন প্রতিবাদ সমাবেশ। বিবিসি।
কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের ওয়াটারলুতে অনুষ্ঠিত হয়েছে এই নগ্নবক্ষ বিক্ষোভ সমাবেশ। এ সময় শত শত নারী বক্ষ নগ্ন করে নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে প্রতিবাদ করে। তাদের অধিকাংশের ফেস্টুনে লেখা ছিল ‘নগ্নতার অর্থ যৌনতা নয়’।
যদিও ১৯৯৬ সালের কানাডিয়ান আদালতের দেওয়া রায়ে বলা আছে, অন্টারিওতে নগ্নবক্ষ হয়ে ঘোরাফেরা করা আইনসিদ্ধ। তাই এমনটি করা কোনো অপরাধের আওতায় পড়ে না।
পুলিশি বাধার সম্মুখীন হওয়া ওই তিন বোন জানিয়েছে, প্রচণ্ড গরম ছিল সে দিন। তাই তারা নিজেদের শার্ট খুলেই সাইকেল চালিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








