News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ৭ জুন ২০২৫

ঢাকায় কোরবানি দিতে গিয়ে আহত ৭৭ জন

ঢাকায় কোরবানি দিতে গিয়ে আহত ৭৭ জন

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় চলছে পশু কোরবানি। তবে এর মধ্যেই কোরবানি কার্যক্রম চলাকালে ঢাকা ও আশপাশের এলাকায় গরুর লাথি, শিংয়ের গুতা এবং ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ৭৭ জন আহত হয়েছেন। 

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাত, গরুর শিংয়ের গুতা ও লাথির আঘাতে এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে গহীন পাহাড়ে অপহৃত ৫ জন উদ্ধার

প্রসঙ্গত, প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাইয়ের সময় অসতর্কতা ও অনভিজ্ঞতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা কোরবানি কার্যক্রমে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়