আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স শুরু ২৭ অক্টোবর
ঢাকা: অক্টোবরের ২৭ ও ২৮ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স। এতে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনামসহ ১৩টি দেশের সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ গ্রহণ করবেন। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড টুরিজম (ইউএনডব্লিউটিও) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এটি আয়োজন করছে।
রোববার দুপুরে সচিবালয়ে বেসমারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমান মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দুদিনব্যাপী আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলনের প্রাক প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘দেশের গৌরবময় ও ঐতিহাসিক বুদ্ধিস্ট হেরিটেজ সাইটগুলো রক্ষণাবেক্ষণ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের লিভিং হেরিটেজসমূহ বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই আন্তর্জাতিক সম্মেলন। এর মাধ্যমে আন্তর্জাতিক বুদ্ধিস্ট সার্কিটের মহাসড়কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পর্যটন বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পর্যটন একটি অমিত সম্ভাবনাময় খাত। রাষ্ট্রীয় উদ্যোগ ও লাগসই কর্মপরিকল্পনার অভাবে পর্যটনখাত খুব একটা এগোতে পারেনি। এ কারণে আমরা কাঙ্খিত সফলতার নিশ্চিত সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।’
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








