News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৬, ১৯ জানুয়ারি ২০২০

মেহেরপুরে এক স্কুলে অর্ধশত ছাত্রী অজ্ঞান

মেহেরপুরে এক স্কুলে অর্ধশত ছাত্রী অজ্ঞান

মেহেরপুর: জেলার সদর উপজেলার শৈলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলাকালে ‘মাস সাইক্রোসিক’ রোগে আক্রান্ত হয়ে তারা একে একে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এ রোগে একজনকে অজ্ঞান হতে দেখে আরেকজন অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটে।

শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন জানান, বিদ্যালয়ের পাঠদান চলাকালে সপ্তম শ্রেণীর ছাত্রী সানজিদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানোর প্রস্তুতি চলাকালে সে অজ্ঞান হয়ে যায়। তার দেখাদেখি একে একে বিভিন্ন শ্রেণীর ৪৮ জন ছাত্রী অসুস্থ ও অজ্ঞান হড়ে পড়ে। তাদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালটির ইমারজেন্সি মেডিকেল অফিসার আবু এহসান রাজু জানান, মাস সাইক্রোসিক রোগে আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এ রোগে অসুস্থ একজনের দেখে তার সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় ছাত্রীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

এ রোগে আক্রান্ত ৮ম শ্রেণীর ছাত্রী কাজল নাহার জানায়, ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা ক্লাশ থেকে বের হয়ে তাকে দেখতে যাই। এ সময় তাকে দেখে আমার মাথা ঘুরে যায়। আমি অজ্ঞান হয়ে পড়ি।

অসুস্থ অন্য ছাত্রীরা জানায়, তাদের বুকের ভিতরে যন্ত্রণা ও মাথা ব্যথা করছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস জানান, অনেক ছাত্রীই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

এদিকে, ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান। এসময় তারা অসুস্থ ছাত্রীদের শারীরিক খোঁজ-খবর নেন ও চিকিৎসার তদারকি করেন।

নিউজবাংলাদেশ.কম/এইচএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়