News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৩, ২০ জানুয়ারি ২০২০

সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

সাভার: সাভারে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক পোশাক শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। শনিবার সন্ধ্যা সোয়া ছটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম পারভিন আক্তার (৩২)। তিনি গেন্ডা এলাকায় থেকে আল-ইসলাম গার্মেন্টেসে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি রিকশার ওপর উঠে যায়। এছাড়া বাসটি এ সময় আরও তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় রিকশা চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসএআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়