News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৪, ২০ জানুয়ারি ২০২০

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ছুড়লো সন্ত্রাসীরা

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ছুড়লো সন্ত্রাসীরা

ঢাকা: দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসী রুহুল আমিনের স্ত্রী প্রিয় পাখির (৫৫) মুখমণ্ডলে এসিড ছুড়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে প্রিয় পাখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) মোজাম্মেল হক।

প্রিয় পাখির ছেলে আনোয়ার হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “আমরা লন্ডন থেকে ছয় মাস আগে বাংলাদেশে আসি। এরপর যাত্রাবাড়ীর মাতুইয়ালে বাসা ভাড়া নিয়ে বাস করছি। স্থানীয় সন্ত্রাসী হাবিব আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ হাবিবকে এ ব্যাপারে সতর্ক করে দেয়।”

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীতে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে আমরা বাসায় ফিরছিলাম। পথে দলবল নিয়ে হাবিব আমাদের গতিরোধ করে। এ সময় হাবিব তার দাবিকৃত চাঁদা দেওয়ার জন্য বলে। কিন্তু আম্মু তার প্রস্তাবে অস্বীকৃতি জানালে তারা এসিড ছুড়ে মারে। এতে আম্মুর মুখমণ্ডল ঝলসে যায়।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়