News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৬, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

কিডনি পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

কিডনি পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

ঢাকা: রাজধানীতে কিডনি পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে শাহবাগের বাংলা একাডেমি ও গাবতলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চক্রটির প্রলোভনে পড়া জয়পুরহাট ও মুন্সীগঞ্জের দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আটক কিডনি পাচারকারীরা হলেন- আব্দুল জলিল, শাকিল আহমেদ, রাব্বি, দিহান ও আশিকুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম বলেন, “এরা দেশে-বিদেশে কিডনি কেনা-বেচার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে কিডনি দেওয়া ও নেওয়ার জন্য প্রস্তুত দুই ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।”

শনিবার দুপুরে আটক ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এ সময় ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজা লাকি বলেন, “জলিল এই চক্রের হোতা। তিনি বিভিন্ন এলাকা থেকে ক্লায়েন্ট সংগ্রহ করেন। পরে কিডনি নিয়ে তা দেশে ও ভারতে বিক্রি করেন।”

জয়পুরহাটের জলিল জানান, ২০১১ সালে তিনি নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন। তার অস্ত্রোপচার হয়েছিল ভারতে। এরপর তিনি নিজেও পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে যান। প্রতিটি কিডনি জোগাড় করে দিলে ৫০ হাজার টাকা পান তিনি।

উদ্ধার একজনকে জয়পুরহাট থেকে ঢাকায় এনেছিলেন জলিল। কিডনি দেওয়ার বিনিময়ে তাকে সিএনজি অটোরিকশা কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়। কিডনি নিতে মুন্সীগঞ্জ থেকে একজনকে নিয়ে এসেছিলেন আশিক।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়