News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহীতে ৫০০ টিয়া পাখিসহ এক পাচারকারী আটক

রাজশাহীতে ৫০০ টিয়া পাখিসহ এক পাচারকারী আটক

রাজশাহী: রাজশাহীতে ৫০০টি টিয়া পাখিসহ এক পাচারকারী আটক। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মফিজ উদ্দিন (৪০) নামের এক পাচারকারীকে আটক করা হয়।

ভোলা জেলার লালমোহন উপজেলার কুমারখালি গ্রামে মফিজের বাড়ি। সে একই গ্রামের সাইদুল হকের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মফিজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফয়সাল হক মফিজ উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধূরী নিউজবাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টিয়া পাখিসহ মফিজ উদ্দিনকে আটক করি আমরা। সে পাখিগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। এর আগেও সে রাজশাহী থেকে ৮০০ পাখি পাচার করে নিয়ে যাওয়ার সময় বন বিভাগের হাতে আটক হয়েছিল। সেবার রাজশাহীতে সর্বোচ্চ পাখি আটকের রেকর্ড।

শুক্রবার সকালে মফিজকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধার করা টিয়া পাখিগুলো পদ্মার চরে অভায়রণ্যে অবমুক্ত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়