স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী
ঢাকা: খিলগাঁওয়ে বন্যা বেগম (২২) নামের এক গৃহবধূকে হত্যা করে স্বামী সজিব আহমেদ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা থাকত খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকার চার নং গলিতে।
বন্যার বড়ভাই বিল্লাল হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “শনিবার বেলা ২টায় বন্যা আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানায়, ‘সজিব আমাকে মেরে ফেলছে, তোমরা তাড়াতাড়ি আসো’। এ সংবাদ পেয়ে আমি, আমার বাবা মো. শাহজাহান এবং মা সাথি বেগম ঘটনাস্থলে যায়।”
তিনি আরো বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি, বন্যাকে গলায় ওড়ান পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।”
বন্যার বাবা মো. শাহজাহান নিউজবাংলাদেশকে বলেন, “এক বছর আগে সজিবের সঙ্গে বন্যার বিয়ে হয়। সজিব লেগুনাগাড়ি চালাতো। তাকে একটি লেগুনাগাড়ি কিনে দেওয়ার জন্য ছয় মাস ধরে বন্যার ওপর চাপ সৃষ্টি করে আসছিল।”
তিনি আরো বলেন, “গাড়ি না কিনে দেওয়ার কারণে বন্যার ওপরে অত্যাচার করতো সজিব। শনিবার বন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে সজিব পালিয়ে যায়।”
খিলগাঁও থানার এসআই মো. আরিফ নিউজবাংলাদেশকে বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর আশপাশের লোকজন অভিযোগ করে, বন্যাকে হত্যা করে সজিব পালিয়ে গেছে।”
তিনি আরো বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








