News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

দু-একদিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে

দু-একদিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে

ঢাকা: আগামী দু-একদিনের মধ্যে দেশে গত কয়েকদিন ধরে চলতে থাকা টানা বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ দেশজুড়ে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। আগামী দু-একদিনের মধ্যে এ অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কোমেন এখনো বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থান করছে। এবং এটি ‘ভূ-নিম্নচাপ’ আকারে এখন নোয়াখালী থেকে ক্রমে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর সাথে এই ভূ-নিম্নচাপ মিলে যাওয়াতে দেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোতে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, “ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ হয়তো কমে আসবে। আগামী দু-একদিনে তা একেবারেই কমে যাবে। তবে বৃষ্টিপাত এখনই শেষ হয়ে যাবে না। মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মৌসুমের যে স্বাভাবিক বৃষ্টিপাত হয় তা অব্যাহত থাকবে”।

অতিবৃষ্টির ফলে ইতোমধ্যে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতা যদি আরো চব্বিশ ঘণ্টার মধ্যে কেটে না যায় তাহলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়