News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

পাবনায় হরিজন যুবক হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর

পাবনায় হরিজন যুবক হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর

পাবনা: তুলসি চন্দ্র দাস নামের এক হরিজন যুবককে শনিবার পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের শান্তির দাবিতে রোববার লাশ নিয়ে হরিজন সম্প্রদায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দুটি বাড়িতে ভাঙচুর চালায়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর মো. হীরাকে (৫৮) পুলিশ গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক নিউজবাংলাদেশকে বলেন, “নিহত তুলসির বাবা শাওন চন্দ্র দাস বাদী হয়ে শনিবার রাত এগারোটার দিকে ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক পৌর কাউন্সিলর মো. হীরাকে গ্রেফতার করে।”

তিনি আরো বলেন, “হীরা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।”

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে হরিজন সম্প্রদায় রোববার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত লাশ নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধরা। এ সময় জেলা প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে।

এরপর দুপুর ১টার দিকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আবারও বিক্ষোভ তারা বিক্ষোভ মিছিল বের করে। পাবনা জেনারেল হাসপাতাল থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার পাবনা শহরের শালগাড়ীয়া মহল্লায় অবস্থিত নিয়ম ফুড কারখানায় সাইকেল চুরির ঘটনায় কোম্পানির লোকজন কোম্পানির পরিচ্ছন্ন কর্মী তুলসি চন্দ্র দাসকে দায়ী করে বেধড়ক মারপিট করে। মারধরের একপর্যায়ে তুলসি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে ওই দিন সন্ধ্যায় মারা যায়।

তুলসির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার স্বজন ও হরিজন কলোনির কয়েক শ’ বিক্ষুব্ধ বাসিন্দা হাসপাতাল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এরপর তারা নিয়ম ফুডের মালিক ফরহাদ হোসেন ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালায়।

কারখানার মালিক ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল হান্নানের ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের চাচা।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়