টেকনাফে অপহৃত ৩ জনকে ছেড়ে দিয়েছেন অপহরণকারীরা
অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান। ছবি: জাফর আলম, নিউজবাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ঢালায় অপহৃত ৬ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দিয়েছেন অপহরণকারীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে পুলিশ।
অভিযানে যে তিনজন উদ্ধার হয়েছেন তারা হলেন- উখিয়া উপজেলার মুছারখোলার হাকিম, শিলখালীর জিয়া, হোয়াইক্যং এর ইয়াহিয়া।
বাকি ৩ জনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেন।
তিনি জানান, অপহরণের বিষয়টি জানার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ পাহাড়ে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখায় অপহরণকারী চক্রের সদস্যরা অপহৃতদের ছেড়ে দিয়েছে।
এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং ঢালায় থেকে ৬ জনকে অপহরণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি