News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় সাড়ে চারশো বসতবাড়ি যমুনাগর্ভে বিলীন

গাইবান্ধায় সাড়ে চারশো বসতবাড়ি যমুনাগর্ভে বিলীন

গাইবান্ধা: বন্যার পানি কিছুটা কমার সাথে সাথেই যমুনা নদীর স্রোত বেড়ে গেছে। এ অবস্থায় প্লাবিত হয়ে গেছে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে গোবিন্দপুর গ্রাম।

তলিয়ে গেছে আবাদি জমি ও বসতবাড়িসহ শিক্ষাপ্রতিষ্ঠান। পাঁচদিনে এ গ্রামের সাড়ে চারশো পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
 
জেলায় অন্যান্য নদীর পানি কমতে শুরু করলেও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যা কবলিত সাতটি উপজেলার ৫৮টি ইউনিয়নের তিনশো ৩০টি গ্রামের দু’লাখ ১৮ হাজার আটশো মানুষ এখনও দুর্ভোগ পোহাচ্ছে।

বিশুদ্ধ পানি ও টয়লেটের সমস্যা এবং গো-খাদ্য সংকট সেখানে চরম আকার ধারণ করেছে। বন্যার পানিতে পুকুর প্লাবিত হওয়ায় মাছচাষিদের মাথায় হাত পড়েছে। পুকুরের অধিকাংশ মাছই পানিতে ভেসে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, আকস্মিক এ বন্যায় এপর্যন্ত পানিতে তলিয়ে গেছে ৩৮ হাজার ছয়শো ৮৬ হেক্টর জমির আমন বীজতলা, আমন ও আউশ ধান, সবজিক্ষেত ও পানের বরজ।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় এ পর্যন্ত ২৭ কিলোমিটার কাঁচাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চার কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে দুশো মিটার বাঁধ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকায় ত্রাণ সহায়তা হিসেবে দুশো ১৮ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়