পাবনায় তিনজনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৬
পাবনা: পাবনার সাঁথিয়ায় তিনজনকে পিটিয়ে হত্যার মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন- সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের নিশিপাড়ার অঞ্জণ দাসের ছেলে সুজন দাস (১৮), নরেন দাসের ছেলে বিশু দাস (২৭), মৃত বীরেন দাসের ছেলে লিটন দাস (২০), করমজা সরদার পাড়ার কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহ্সান হাবিব (২৫) ও দত্তকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে আবু বক্কার(১৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার অফিসার ইন চার্জ (তদন্ত) এস এম আবুল কাশেম আজাদ জানান, ‘তিনজনকে পিটিয়ে হত্যার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। তা দেখে সন্দেহজনকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট নামক স্থানে গরু ব্যবসায়িদের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ‘ছেলেধরা’ নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন- নাটোর সদর থানার লক্ষীপুর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের সাবেক মেম্বর আলাউদ্দিন (৫০), দিনাজপুর সদর থানার পশ্চিম শিবরামপুর গ্রামের আসলাম (৫০) ও পাবনা সদর থানার গাছপাড়া গ্রামের আবু বক্কার (৫২)। নিহত আলাউদ্দিনের ছোট ভাই রানা শেখ বাদী হয়ে অজ্ঞাত ৩ হাজার ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার পর থেকে এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার ওসি (তদন্ত) এস এম আবুল কাশেম আজাদ জানান, ‘কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। এ হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য রয়েছে পুলিশ তা উদ্ধারের চেষ্টা করছে। আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’
এদিকে করমজা চতুর হাট এলাকায় সরেজমিন বিভিন্ন লোকের সাথে কথা বলে ও তথ্যানুসন্ধানে জানা যায়, গরু ব্যবসার সাথে জড়িত করমজা হাট এলাকার একটি সিন্ডিকেট এর সাথে জড়িত থাকতে পারে। আর্থিক লেন-দেনের দ্বন্দের জেরে ছেলে ধরা নাটক সাজিয়ে তাদের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








