News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

পদ্মা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার

পদ্মা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহী মহানগরীর বড়কুঠি পদ্মা নদীর কিনারা থেকে অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুর ৩ টার দিকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন নিউজবাংলাদেশকে জানান, মরদেহ দুইটি নদীতে ভাসতে দেখে মহানগরীর বড়কুঠি এলাকার মানুষ বোয়ালিয়া থানায় খবর দেয়।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠাই। ওই দুই ব্যক্তির মৃত্যু গত কয়েকদিন আগে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের পর মরদেহ দুইটি রামেক হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরে পরিচয় শনাক্ত না করতে পারলে আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়