আ. লীগ নেতাসহ গুলিবিদ্ধ ৩, ছিনতাই ৬০ লাখ টাকা
চট্টগাম (মিরসরাই): ব্যাংকের সামনে থেকে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে মিরসরাইয়ে পূবালী ব্যাংক মিঠাছরা শাখার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, গাঙচিল ফিলিং স্টেশন, রিদোয়ান ফিলিং স্টেশন ও রংধনু ফিলিং স্টেশনের পরিচালক এমরান উদ্দিন (৩৫), গাঙচিল ফিলিং স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর আলম (৪০) ও গাড়িচালক বরুণ চৌধুরী (৩২)। গুলিবিদ্ধ এমরান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে এমরানকে বহনকারী একটি প্রাইভেটকার পূবালী ব্যাংকের সামনে এসে থামে। হঠাৎ চারদিক থেকে সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন তারা।
সূত্র আরো জানায়, এসময় অল্পের জন্য বেঁচে যান হিসাবরক্ষক শংকরচন্দ্র দে। তিনটি মোটরসাইকেলে করে ছয় সন্ত্রাসী তাদের কাছ থেকে ষাট লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত উত্তরদিকে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এমরান উদ্দিনের ভাই আশরাফ উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “শুক্র-শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। তাই রোববার প্রাইভেটকারে করে মিঠাছরা বাজারের পূবালী ব্যাংকে ষাট লাখ টাকা জমা দিতে যান এমরান। ব্যাংকের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা গুলি করে সব টাকা ছিনতাই করে নিয়ে যায়।”
মিঠাছরা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসনিমা পারওয়াজ নিউজবাংলাদেশকে বলেন, “এমরান উদ্দিনের কোমরের ডান দিকে, জাহাঙ্গীরের বুকের ডানপাশে ও বরুণের ডানহাতে গুলির আঘাত রয়েছে।”
পূবালী ব্যাংক মিঠাছরা ব্রাঞ্চের ব্যবস্থাপক আখতার উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “ব্যাংক ভবন থেকে গোলাগুলির শব্দ শুনে আমরা পুলিশে খবর দেই। মেসার্স রংধুন ফিলিং স্টেশন, রিদোয়ান ট্রেডার্স ও গাঙচিল ফিলিং স্টেশন নামের একাউন্টে ব্যবসায়ী এমরান উদ্দিন এ ব্যাংকে সর্বোচ্চ লেনদেন করেন।”
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া নিউজবাংলাদেশকে বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মিঠাছরা এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মিঠাছরা এলাকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








