সৌদি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না আজিবুন নেছার
ঢাকা: সকাল সাড়ে ১০টার ফ্লাইটে যাওয়ার কথা ছিলো সৌদি আরব। সে জন্যেই ভোর সাড়ে পাঁচটায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার জন্য সিএনজি যোগে রওনা হন আজিবুন নেছা (৫৫)।
সিএনজি কাকরাইল মোড়ে পৌঁছানো মাত্রই পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় মুহুর্তেই উল্টে যায় সিএনজি চালিত অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী আজিবুন নেছা। এসময় আহত হন তার ভাবি সেলিনা বেগম (৩০) ও তার ছেলে মাছুদ (২৫)।
রোববার সকাল সাড়ে পাঁচটায় রাজধানীর কাকরাইল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রমনা থানার এসআই শরীফ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত মাছুদ নিউজবাংলাদেশকে জানান, ‘সুনামগঞ্জ সদরে তাদের বাড়ি। মা কে সৌদি আরবে যাওয়ার প্লেনে তুলে দিতে তারা গতকাল ঢাকায় এসে ফকিরাপুলের একটি হোটেলে ওঠেন। পরে আজ সকালে সিএনজি যোগে বিমানবন্দর যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।’
এর আগে শনিবার রাত সাড়ে ১২টায় উত্তরার ১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ঢামেকে নিয়ে যান বিমানবন্দর থানার এসআই সুমন মিয়া।
তিনি জানান, ‘রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত অজ্ঞাত পুরুষ (৩৫) এর পরনে ছিলে চেক লুঙ্গি ও শার্ট।’
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








