News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০২:৩২, ৭ জুন ২০২০

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা: নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে দেশ ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এ দু কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী এ দু কর্মকর্তা হলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) আবু সাইদ মো. নোমান এবং ড. মো. খালেদ হোসেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, পাশাপাশি অভিযান পরিচালনার পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে নির্ধারিত ছকে তথ্য জানাতে হবে বলেও জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়