‘ঈদে মহাসড়কের ১৪টি এলাকায় ওয়াচ টাওয়ার’
ঢাকা: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কের যানজটপ্রবণ ১৪টি এলাকায় ওয়াচ টাওয়ার বসানো হবে। পাশাপাশি নির্বিঘ্নে ঈদ উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘রাজধানীসহ সারা দেশে যান চলাচল নিয়ন্ত্রণসহ নিরাপত্তায় নিয়োজিত থাকবে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও র্যাব। যখন যেখানে প্রয়োজন সেখানে আইনশ্ঙ্খৃলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। নৌপথে নৌপুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী কাজ করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সেই ব্যাপারে গোয়েন্দা সংস্থা, র্যাব তৎপর থাকবে। হাটগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাল নোট শনাক্তের জন্য মেশিন রাখা হবে। পশুরহাটে ইজাদাররা নিজ দায়িত্বে সিসি ক্যামেরা বসাবেন।’
তিনি বলেন, ‘বিজিএমই ও বিকেএমইকে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। যাতে শ্রমিরা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন এ বিষয়ে বিজিএমই ও বিকেএমইর নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।’
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








