News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২০

সেনা রেকারের চাকার নিচে প্রাণ গেল যুবলীগ নেতার

সেনা রেকারের চাকার নিচে প্রাণ গেল যুবলীগ নেতার

লক্ষ্মীপুর: সেনাবাহিনীর একটি রেকার ভ্যানের চাপায় স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ (৪২) নিহত হয়েছেন। রোববার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জের সাধেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জাবেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার ভ্যান লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী জাবেদ ভ্যানটিকে ওভারটেক করার সময় পেছনের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়