৭ দিন পর ভোলা-লক্ষীপুর ফেরি চলাচল শুরু
ভোলা: ভোলা-লক্ষীপুর নৌ-রুটে সাত দিন বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
গত ২৪ আগষ্ট এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
ভোলা ইলিশা ফেরিঘাটের ইনচার্জ আবু আলম জানান, মেঘনার স্রোতে ফেরিঘাটের বেইজ, গ্যাংওয়ে ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে সাত ফেরি বন্ধ থাকে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘাট মেরামত করলে রোববার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/বিএস/এফই
নিউজবাংলাদেশ.কম








