তিরনই নদীর ওপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ঠাকুরগাঁও: দু’কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গি নয়ারহাট ভায়া জোরকালি মধুপুর রাস্তার তিরনই নদীর ওপর ৭২ মিটার আরসিসি ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এ ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মইনুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








