News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৩, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৩, ২০ জানুয়ারি ২০২০

আড়াই বছরে নিখোঁজ ১১০ জন: আসক

আড়াই বছরে নিখোঁজ ১১০ জন: আসক

ঢাকা: গত আড়াই বছরে বাংলাদেশে ১১০ ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংগঠনটির হিসাব অনুযায়ী, গত আড়াই বছরে দেশের বিভিন্ন স্থান থেকে ১৭৭ জনকে তুলে নেওয়া হয়েছিল, যাদের মধ্যে এখনো ১১০ ব্যক্তি নিখোঁজ আছেন। তাদের বেশিরভাগকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ আছে।

আসকের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৬ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের লাশ পাওয়া গেছে। দুজন ছাড়া পেয়েছেন, তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর ২৫ জন এখনও নিখোঁজ আছেন।

২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী অপহরণের শিকার হন ৮৮ জন। পরে ২৩ জনের লাশ পাওয়া যায়, মুক্তি পান ১২ জন। র‌্যাব স্বীকার করে সাতজন তাদের কাছে আছে। গোয়েন্দা পুলিশও একজনের কথা স্বীকার করে। দুজনকে জেলে পাঠানো হয় আর একজনকে থানায় পাওয়া যায়। বাকি ৪২ জনের এখনো খোঁজ মেলেনি।

২০১৩ সালে ৫৩ ব্যক্তি নিখোঁজ হন। পাঁচজনের লাশ উদ্ধার হয়, তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

গুমকে হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি গুমের অভিযোগ ওঠে, তাহলে রাষ্ট্রকে অন্য সব অপরাধের মতো এটিও খতিয়ে দেখতে হবে। যদি তারা ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রও ব্যর্থ হবে। গুমের মতো অভিযোগ রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে।”

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গুমের যেসব ঘটনা ঘটার কথা বলা হচ্ছে, তা আসলে গুম নয়। অনেকে ব্যবসায়িক বা পারিবারিকসহ নানা কারণে আত্মগোপন করেন। এটা গুমের মধ্যে পড়ে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, তা সঠিক নয়।’

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়