মিরপুরে দেয়ালচাপায় নিহত ১
ঢাকা: রাজধানীর মিরপুরে দেয়ালের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেন গাজী (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
তিনি নরসিংদীর শিবপুরের আহসানুল্লাহ গাজীর ছেলে। মিরপুর-১ চিড়িয়াখানা রোড এলাকায় তিনি একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, বাসার সামনেই বেলালের একটি মুদি দোকান আছে। দোকানের দেয়ালের পুনঃসংস্কারের সময় সেটি ভেঙে তার মাথার উপর পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








