অভিনব প্রতিবাদ: বেহাল রাস্তায় ধানের চারা ও কচু রোপণ
শেরপুর: শেরপুরে পৌর এলাকার শেরপুর-নালিতাবাড়ী উপজেলা সড়কের নারায়নপুরে ইদ্রিসিয়া মাদ্রাসার সামনে খানা-খন্দে ভরপুর রাস্তার ওপর কচু ও ধান গাছের চারা রোপণ করে সংস্কারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, শেরপুর পৌরসভার এ সড়কটি দীর্ঘদিন থেকে চলাচল অযোগ্য হয়ে পড়ার পরও পৌর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এরই প্রতিবাদে ২৯ আগস্ট শানিবার পৌর এলাকার নারায়নপুর মহল্লার ইদ্রিসিয়া মাদ্রাসার সামনে স্থানীয় লোকজন রাস্তার ওপর ধান ও কচু গাছ লাগিয়ে যান চলাচল ক্ষণিকের জন্য বন্ধ করে দেয়।
এ সময় তারা রাস্তার ওপর যান চলাচলের বদলে চাষাবাদের প্রতীকী প্রতিবাদ জানায়। ওই রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহন এবং যাত্রী সাধারণ ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থেকে ওই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান পৌর কর্তৃপক্ষের কাছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








