স্ত্রী নির্যাতনের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় কৃষি উপসহকারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার মায়ের করা মামলায় শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী গ্রামের আজিজার রহমান ব্যাপারীর ছেলে উপজেলা কৃষি উপসহকারী কমকর্তা পদে কর্মরত মিনহাজুল ইসলামের (২৭) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের পশ্চিম মীরের ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে ছুরাতুন নেছার (২২)। বিয়ের পর থেকে মিনহাজুল তার স্ত্রী ছুরাতুনকে বাবার কাছ থেকে দুলাখ টাকা যৌতুক আনতে চাপ দিত এবং প্রায়ই তাকে মারধর করত। সবশেষ গত শুক্রবার বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয় মিনহাজুল ও তার পরিবার। এতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় রাতে নির্যাতিতার মা বাদী হয়ে মিনহাজুল ও তার পিতা আজিজার রহমান ব্যাপারীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে শনিবার সকালে মিনহাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মিনহাজুল উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষি উপসহকারী কর্মকর্তার দায়িত্বে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার এসআই জিয়াউল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দুই আসামির মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ায় এর নিষ্পত্তি হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








