News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৩, ২০ জানুয়ারি ২০২০

দারোয়ানের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

দারোয়ানের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ঢাকা: রাজধানীর ওয়ারীতে বাবুল (৬৫) নামের এক দারোয়ানের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেয়া হয়। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।

শিশুর মা আকলিমা জানান, ওয়ারীর কেএম দাশ লেনের গাজী সুলতানের বাড়িতে তিনি কাজ করেন। কাজ করার সুবাদে বাড়িওয়ালা তাকে নীচতলার একটি রুমে থাকতে দিয়েছেন। ওই রুমে স্বামী হাবিবুল মিয়া ও ৫ বছরের শিশুকন্যাকে নিয়ে তিনি থাকতেন।

তিনি আরো জানান, গত বুধবার মেয়েকে ঘরে রেখে তারা স্বামী-স্ত্রী দু’জনই কাজে যান। পরে বাসায় ফিরে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে আছে। সে সময় বাসার দারোয়ান বাবুলকে খোঁজাখুজি করেও পাওয়া যায়না।

পরে বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি এসব বিষয় জানাজানি না করতে বলেন। পরে মেয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হলে তিনি থানায় যান। থানা থেকেই স্বাস্থ্য পরীক্ষার  জন্য ওই শিশুকে ঢামেকে পাঠানো হয় বলেও জানান আকলিমা।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়