গোবিন্দগঞ্জের বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট
গাইবান্ধা: বন্যায় পৌর এলাকাসহ গোবিন্দগঞ্জের আট ইউনিয়নের করতোয়া নদী তীরবর্তী এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায় পানিবন্দি হাজার হাজার মানুষ। শুকনো খাবার, জ্বালানি, টয়লেট ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে তারা।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সাব রেজিস্টার অফিস চত্বর, মহিলা কলেজ ও উপজেলা পরিষদ ভবন সংলগ্ন কুটিবাড়ি এলাকা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুশো মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এরই মধ্যে একশো ৫০ মেট্রিক টন চাল ও চার লাখ ৩০ হাজার টাকা দুর্গত মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এদিকে সুন্দরগঞ্জের কাপাশিয়া ইউনিয়নের লালচামার ঘাট ও শ্রীপুরে শনিবার এক হাজার বন্যার্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে দশ কেজি করে চাল বিতরণ করেন গাইবান্ধা-১ আসনের সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








