News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৪:০৬, ২৮ নভেম্বর ২০২০

নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির দায়ে কারাদণ্ড

নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির দায়ে কারাদণ্ড

ঢাকা: নকল যৌন উত্তেজক সিরাপ ও মানহীন চাটনি তৈরি এবং তা বাজারজাত করার অপরাধে মনির হোসেন (২৮) নামের এক ব্যাক্তিকে জেল-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার হলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মনিরের কক্ষে এসব মানহীন চাটনি ও নকল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসময় এগুলো তৈরির সরঞ্জামও উদ্ধার করে র‌্যাব- ১০।

পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মনির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ১ মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত, নকল লেভেল লাগানো হর্স পাওয়ারের ৭৯টি প্লাষ্টিক বোতল, ৩টি প্লাষ্টিকের বোতলে সাদা রংয়ের ক্যামিকেল, হর্স ফিলিংস, ডাবল হর্স ও হর্স পাওয়ারের লেভেল স্টিকার কার্টুন ২টি, ৫টি পলিথিনের বোতলে সাদা রংয়ের কথিত ক্যামিকেল, মজা বাই ফুট চাটনি ১০ প্যাকেট, ৩৫টি খালি হর্স পাওয়ারের বোতল, ক্যাশ ম্যামো এবং ইবনে সিনা ফার্মাসিইউটিক্যাল স্টিকার লাগানো ১টি বোতল উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে মনির হোসেন জানান যে, অসাধু ব্যবসার উদ্দেশ্যে দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির নকল লেভেল লাগিয়ে নকল মানহীন এনার্জি ড্রিংস তৈরি করে সে বিক্রয় করত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়