সীমান্তে রাখিবন্ধন: দুই বাংলার মিলনমেলা
দিনাজপুর: আন্তর্জাতিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে দিনাজপুরের হিলি সীমান্তে উদযাপন করা হয়েছে রাখি বন্ধন উৎসব। এ কারণে কিছুক্ষণের জন্য হলেও দুই বাংলার মানুষ, বিজিবি-বিএসএফ এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে হিলি সীমান্তের চেকপোস্ট এক মিলন মেলায় পরিণত হয়।
শনিবার দুপুর ১২টায় হিলি সীমান্ত চেকপোস্টের শূন্য রেখায় এই রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। ভারতের হিলি বিএসএফ এবং স্থানীয় ধরন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে।
এ সময় বিএসএফ এবং ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্য, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ সদস্য ও স্থানীয় মানুষদের হাতে রাখি পরিয়ে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের কোম্পানি কমান্ডার পঙ্কজ, বিজিবির কোম্পানি কমান্ডার ফজলুর রহমান, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মো. রফিকুজ্জামান।
এছাড়া দুই বাংলার গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত ছিলেন। সকলেই নেচে গেয়ে প্রাণবন্ত এ উৎসবটি পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








