News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৪, ২০ জানুয়ারি ২০২০

নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত

নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করে প্রাণ গ্রুপ।

প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি।

শনিবার বিকেলে প্রতিযোগিতা শেষে শহরের বাধাঘাট এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ।

এসময় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ হাফিজুর রহমান প্রমুখ।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি নৌকাবাইচ দেখতে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নদীর দু’পাড়ে ভিড় করে। কেউ চিত্রার দু’পাড়ে, কেউ আবার নদীতে ট্রলার ও নৌকায় চড়ে এ বাইচ উপভোগ করে। নৌকাবাইচের প্রধান আকর্ষণ ছিল মহিলাদের ও পুরুষদের আলাদা আলাদা প্রতিযোগিতা।

ঐতিহাসিক চিত্রার নীলজলে নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই দু’পাড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় জমাতে শুরু করে। এছাড়া আশপাশের জেলাগুলো থেকেও লোকজন আসতে থাকে। দুপুর গড়াতেই নদীর দুই তীর রূপ নেয় জনসমুদ্রে।

প্রাণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোতিায় দেশের বিভিন্ন জেলা থেকে ২০ নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। জেলার পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ছেড়ে প্রায় পাঁচ কিলোমিটার দুরত্বে এসএম সুলতান সেতু (চিত্রা সেতু) পর্যন্তু নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এসময় নদীতে ট্রলার ও নৌকা নিয়ে হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করে।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মো. মেছের আলি, মাতা মোছা. মাজু বিবি।

১৯৯৪ সালের ১০ অক্টোবর মহান এ চিত্রশিল্পী যশোরের সম্মিলিত সমারিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়