বিদ্যুতের কাজ করার সময় পড়ে গিয়ে লাইনম্যান নিহত
চুয়াডাঙ্গা: বিদ্যুতের মেইন লাইনে কাজ করার সময় মই থেকে পড়ে গিয়ে মারা গেছেন এক লাইনম্যান। শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইনম্যান হামিদুল ইসলাম (৪৩) আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মতলেব মণ্ডলের ছেলে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা নিউজবাংলাদেশকে বলেন, “ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কর্পোরেশন) লাইনম্যান হামিদুল ইসলাম মইয়ে উঠে মেইন লাইনে কাজ করছিলেন। এ সময় মই থেকে তিনি নিচে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান তিনি। এরপর সহকর্মী ও স্থানীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।”
জেলা ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী আল আমিন নিউজবাংলাদেশকে বলেন, “মই থেকে পড়ে গিয়েই মারা গেছেন লাইনম্যান হামিদুল ইসলাম।”
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “নিয়মানুযায়ী সুরতহাল রিপোর্টসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন হতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








