News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৪, ২০ জানুয়ারি ২০২০

দু’বছর ভারতে আটকে থেকে দেশে ফিরল পাঁচ বাংলাদেশি কিশোর

দু’বছর ভারতে আটকে থেকে দেশে ফিরল পাঁচ বাংলাদেশি কিশোর

দিনাজপুর: প্রায় দু’বছর ভারতের শিশুনিবাসে আটকে থেকে অবশেষে বাংলাদেশি পাঁচ কিশোর দেশে ফিরল। শনিবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে ভারত।

এর আগে দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক ছিল।

হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “শনিবার দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ পাঁচ কিশোরকে আমাদের হাতে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি, বিএসএফ, শিশুনিবাসের সুপারিনটেনডেন্ট ও অভিবাসন পুলিশের সদস্যরাসহ বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।”

তিনি আরো বলেন, “অবৈধ পথে ভারতে গেলেও সাজার বয়স না হওয়ায় ভারত তাদেরকে সেভ হোমে রাখে। পরে পত্র বিনিময়ের মাধ্যমে ভারত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।”

ফিরে আসা এসব বাংলাদেশি কিশোররা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের মোবারক হোসেন, ঢাকার পল্লবীর আকাশ রহমান, কুড়িগ্রামের নাগেস্বশীর হোসেন আলী, নীলফামারী ডোমারের জিতেন অধিকারী ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শান্ত হোসেন।

হিলি অভিবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি দালালের মাধ্যমে তারা দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এসময় তারা পুলিশের হাতে ধরা পড়ে।

এরপর বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের অপরাধে দেশটির আদালত পাঁচ কিশোরকে সেভ হোমে থাকার নির্দেশ দেন। পরে উভয় দেশের মধ্যে পত্র বিনিময়ের মাধ্যমে ভারত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়