ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪
ঢাকা: রাজধানীর দয়াগঞ্জ ও ভাটারা থানা এলাকায় পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
শনিবার ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় হান্নান বিশ্বাস (৩২) ও তার ভাগ্নে ইব্রাহীমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পথচারীরা।
তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, রাত ১টার সময় বংশাল নাজিরাবাজারের আত্মীয়ের বাসা থেকে রিকশাযোগে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে দয়াগঞ্জ ডায়াগনাস্টিক সেন্টারের সামনে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা নগদ ৪ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এর আগে, রাত সাড়ে ১২টার দিকে ভাটারা থানার জোয়ারসাহারা এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় একদল ছিনতাইকারী শাকিল (২৪) ও হৃদয়কে (২২) ছুরিকাঘাত করে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে এদের দুজনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ভাটারা থানার এসআই ফরিদুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম/এজে
নিউজবাংলাদেশ.কম








