News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৪, ২০ জানুয়ারি ২০২০

ঠাকুরগাঁওয়ে তুলাচাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ঠাকুরগাঁওয়ে তুলাচাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ঠাকুরগাঁও: জেলা তুলা গবেষণা কেন্দ্রের প্রচেষ্টায় এবং তুলা উন্নয়ন বোর্ডের অধীনে জেলায় তুলা উৎপাদন বেড়েছে। আর তুলাচাষ লাভজনক হওয়ায় কৃষকরাও এ চাষে আগ্রহী হয়ে উঠছে। তুলা উৎপাদন বাড়ায় দেশে তুলার আমদানিও কমে এসেছে।

সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পের প্রধান পরচালক এবিএম মাহমুদ হাসান ফেজ-১ নিউজবাংলাদেশকে বলেন, “চাহিদার মাত্র তিনভাগ তুলা দেশে উৎপাদিত হয়। বাকি ৯৭ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি কমাতে সরকার তুলাচাষে বিশেষ নজর দিয়েছে। এ কারণে আগামীতে দেশে তুলার উৎপাদন বাড়বে।”

জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন নিউজবাংলাদেশকে বলেন, “ঠাকুরগাঁও একটি উৎপাদনশীল এলাকা। এ এলাকায় তুলা চাষ বাড়াতে পারলে কৃষকরা আরও বেশি লাভবান হবে। ধান-পাটসহ যে কোনো ফসলের চেয়ে তুলাচাষ লাভজনক।”

তিনি আরো বলেন, “প্রতি ৩৩ শতক জমিতে তুলাচাষ করতে মোট খরচ পড়ে ছয় থেকে সাত হাজার টাকা। তুলা উৎপাদন হবে ১৫-১৮ মণ। প্রতিমণ তুলার দাম ২৫শ’ থেকে ২৭শ’ টাকা। কৃষকদের মধ্যে তুলার চাষ বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে জনবল না থাকায় তুলাচাষ বাড়াতে সময় বেশি লাগছে।”

শুক্রবার বিকেলে সদর উপজেলার খোচাবাড়ি, শিবগঞ্জ, চিলারং, পুরাতন ঠাকুরগাঁওসহ বেশ কয়েকটি তুলার প্লট পরিদর্শন করেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর এবিএম মাহমুদ হাসান ফেজ-১। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, প্রধান সহকারী নাজমুল ইসলাম ঋষি, সদর উপজেলার স্টোর কাম ফিল্ড ম্যান নাহিদ সুলতানা প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়