রাজধানীর জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু
ঢাকা: রাজধানীর জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র।
শনিবার দুপুরে এক গোল টেবিল আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ কথা জানান।
তারা জানান, এ ব্যাপারে যথেষ্ট চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রকৌশলী ও পরিকল্পনাবদিদের নিয়ে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে ‘নগর ঢাকায় জলজট: উত্তরণের উপায়’ শীর্ষক এ গোল টেবিল আলোচনায় তারা অংশ নেন।
গোলটেবিলে দুই মেয়র বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সচেতন রয়েছেন। তিনিও চান জলাবদ্ধতা দূর করতে। এজন্য যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন তিনি।
ডিএসসিসি আয়োজিত এ গোলটেবিল অঅলোচনার সহযোগিতায় ছিল বাংলাদেশ ইনস্টিটউট অব প্ল্যানার্স, ঢাকা ওয়াসা, স্থপতি ইনস্টিটিউট অব বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে
নিউজবাংলাদেশ.কম








