সরাইলে তিতাস সেতুর দুপ্রান্তে ৩০ কিলোমিটার যানজট
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তিতাস বেইলি সেতুর দুই প্রান্তে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সেতু মেরামত ও বেইলি সেতু নির্মাণ শেষে শনিবার ভোর ৪টার দিকে যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হলে সকাল সাড়ে ৭টা থেকে সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, ক্ষতিগ্রস্ত অংশে স্থাপন করা দুটি বেইলি সেতুই সিঙ্গেল লেনের। সেতুগুলো ১২ ফুট প্রস্থের। এ কারণে ওই সেতু দিয়ে একটির বেশি গাড়ি চলাচল করতে পারে না। এতে গাড়ির জট বেড়ে যায়।
তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার দীর্ঘ দুটি পিলার জরাজীর্ণ হওয়ায় সেতুটি ঝুঁকির মুখে পড়ে। সেতুর ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করতে এর উপর ২০ মিটার দীর্ঘ দুটি (ওয়ান ওয়ে) বেইলি সেতু স্থাপন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








