News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৯, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

হাতীবান্ধায় তিস্তা নদীতে ভাসছে যুবকের লাশ

হাতীবান্ধায় তিস্তা নদীতে ভাসছে যুবকের লাশ

লালমিনরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় তিস্তা নদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ।

শনিবার সকালে পারুলিয়া এলাকায় তিস্তা নদীর তীরে পানির স্রোতে ভেসে এসে লাশটি আটকে যায়।

স্থানীয়রা নিউজবাংলাদেশকে জানায়, সকালে তিস্তা নদীর পানিতে একটি লাশ ভেসে আসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার করে লাশ তিস্তা নদীতে ফেলে দিয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন সরকার প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। দুর্গম পথ, তাই তাদের পৌঁছতে একটু সময় লাগবে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়