জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ, আহত ১০
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পাঠানটারী গ্রামের আনছার আলীর স্ত্রী আলেয়া বেগম(৭২), আবুলের স্ত্রী আমেনা বেওয়া(৬৫), নেছামুদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া(৭০), আনছার আলীর ছেলে সালাম মিয়া(৩০), মোক্তার আলীর স্ত্রী মোহসেনা বেগম(৬০), সমছার আলীর স্ত্রী বুলবুলী বেগম(৪৫), আব্দুর রহমানের স্ত্রী জোবেদা বেগম(৬৫) ও আবেয়া বেগম(৫৫), মান্নানের স্ত্রী রহিমা বেগম(৪০), মালেকের ছেলে মাজেদুল ইসলাম(১৮)।
আহতদের আদিতমারী ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পাঠানটারী এলাকার মোক্তার আলীর পৈত্রিক সম্পত্তির ৭৭ শতাংশ জবর দখলের চেষ্টা করছে ওই এলাকার প্রভাবশালী আব্দুর রহমান গং। এ নিয়ে মোক্তার আলী আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
শুক্রবার রাতে মোক্তার আলীর লোকজন বাজার থাকায় আব্দুর রহমানের পক্ষের ২০/২৫ জন লাঠিসোঁটা নিয়ে ওই জমির উপর থাকা মোক্তার আলীর ঘর ভেঙে নিয়ে যায়। এসময় মোক্তার আলীর বাড়ির নারীরা বাধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেঁধে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা ছুটে এলে আব্দুর রহমান গং মোক্তারের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অগ্নিসংযোগের খবর পেয়ে লালমনিরহাটের দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে মোক্তার আলীর দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
মোক্তার আলী জানান, বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে প্রতিপক্ষ তার ঘর ভেঙে বাড়ির নারীদের রশি দিয়ে বেঁধে মারপিট করে ও বসতঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক বলেন, “আহতদের অধিকাংশেরই মাথায় ও বুকে রক্তাক্ত জখম হয়েছে। আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে সময় লাগবে।”
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








