পুকুরে মাইক্রোবাস, এক পরিবারের ৩ জন নিহত
জামালপুর: জেলার বকশিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলাধীন কুলুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বকশিগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন জানান, কুড়িগ্রামের রাজিবপুর থেকে মাইক্রোবাসযোগে বকশিগঞ্জ আসার পথে কুলুর বাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে তিনজন নিহত হয়।
ড্রাইভার আবু বকরকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোবাসটি এখনো উদ্ধার করা যায়নি।
নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী বেগম (৩০) ও তাদের ১০ মাসের শিশু আবদুল্লাহ।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








