বিশ্বনাথে সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সিলেট: সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রফিক (৫৫) উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান (সৎপুর) গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের খাশজান (সৎপুর) গ্রামের আব্দুর রফিক ও রইছ আলীর পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আব্দুর রফিক নিহত হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ৯টার দিকে প্রতিপক্ষের তিনজনকে আটক করেছে। আটকরা হচ্ছেন- একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নিবারুন নেছা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির রাস্তার সীমানা নিয়ে আব্দুর রফিক ও ইউনুছ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার বিকেলে সীমানা নির্ধারণ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর পর অভিযান চালিয়ে রইছ আলীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আব্দুর রফিকের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে
নিউজবাংলাদেশ.কম








