যশোরে ব্যবসায়ীকে গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’
যশোর: যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় বাচ্চু নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১০টা দিকে রায়পাড়ার জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
বাচ্চু ওই এলাকার আব্দুল শেখের ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, শহরের রেল স্টেশনের সামনে বাচ্চুর একটি খাবারের দোকান আছে। তার বড় ভাই আলী ও তিনি এ ব্যবসা দেখাশুনা করেন। শুক্রবার রাতে বাচ্চু জামতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন রাউন্ড গুলির শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে আসে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাচ্চুকে দেখতে পায় লোকজন। তখন তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ।
আব্দুর রশিদ নিউজ বাংলাদেশকে আরো বলেছেন, যুবকের বুকের ডান ও বাঁ পাশে তিনটি গুলির চিহ্ন রয়েছে। তাকে রাতেই জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে।
ওই এলাকার মিজানুর রহমান নামে একজন সাংবাদিক নিউজবাংলাদেশকে জানিয়েছেন, তার বাড়ির পেছনে ঘটনাটি ঘটেছে। আহতের শরীরে তিনটি গুলির চিহ্নি রয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি সিকদার আককাছ আলী নিউজবাংলাদেশকে বলেন, রায়পাড়ায় এক যুবককে গুলি করা হয়েছে বলে জানতে পেরেছি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা তাকে গুলি করেছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








