যশোর শহরের আমতলায় গুলি, আতঙ্ক
যশোর: যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার আমতলা এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের দাবি সেখানে ১০ রাউন্ড গুলি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকার একটি সূত্র জানিয়েছে, আমতলা এলাকার বাপ্পী নামে এক যুবক আমতলা এলাকায় তার নিজস্ব বন্দুক দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি সেখানে অবস্থান করার করাণে অনিরাপদ মনে করায় তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি করেন। তবে এতে কেউ হতাহত হয়নি। গুলির শব্দ শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ওই এলাকা থেকে সাংবাদিকদের কাছে ফোন করে জানান, আমতলায় দুগ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন নিউজবাংলাদেশের কাছে দাবি করেন, সেখানে কয়েক সন্ত্রাসী ১০ রাউন্ড গুলি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাপ্পী নামে ওই যুবক তার বাড়ির এলাকায় বসেছিলেন। অপরিচিত কয়েকজন যুবককে সন্দেহ হলে সে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
এ ব্যাপারে বাপ্পী নামে ওই যুবকের সাথে যোগাযাগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে না পাওয়ায় তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। সে ওই এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কোতয়ালি থানার ওসি সিকদার আককাছ আলী নিউজ বাংলাদেশেকে জানিয়েছেন, আমতলা এলাকায় গুলির সংবাদ আমার জানা নেই।
বৈধ অস্ত্র দিয়ে গুলি করা যায় কি না এই প্রশ্নের জাবাবে তিনি বলেছেন, কেউ যদি অনিরাপদ মনে করেন, তাহলে তিনি গুলি চালাতে পারেন। তবে ওই গুলিতে কোনো জনসাধারণ বা প্রাণীর ক্ষতি হলে তার দায় দায়িত্ব তার। তিনি কত রাউন্ড গুলি করলেন তার খোসা দেখিয়ে থানায় একটি জিডি করতে হবে। এই কাজ না করলে অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান আছে। রাতে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে বলে তিনি সর্বশেষ জানান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








