জনগণ লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন করেছে। ফলে জনসাধারণ বিদ্যুতের লোড শেডিংয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে।
তিনি বিএনপি জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, তারা বিদ্যুৎ খাতের কোনো উন্নয়ন না করে খাম্বা ব্যবসা করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
মন্ত্রী শুক্রবার দুপুরে কসবা পৌর এলাকার পানাইয়ারপাড় মসজিদ মাঠে ১০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে পানাইয়ারপাড় গ্রামে ৯৬ জন গ্রাহকের মাঝে ১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আনিসুল হক এমপি এসব মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, চলতি বছরে কসবায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ হবে। কসবা উপজেলাকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল খালেক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবদুল ওয়ারিদ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন তালুকদার, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজি মো. আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মনির হোসেন।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন কসবা মহিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন সরকার ধনু।
বিকেলে মন্ত্রী উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে ২১ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ১৩৭ জন গ্রাহকের মাঝে দেড় কিলোমিটার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
পরে আইনমন্ত্রী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত স্থানীয় স্বাধীনতা চত্বরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বৃক্ষ মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। তাছাড়া মন্ত্রী উপজেলা পরিষদের অর্থায়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে ১শ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।
অপরদিকে, মন্ত্রী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং উপজেলা অডিটরিয়ামে প্রান্তিক জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক মো. আরিফুর রহমান তরফদার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূঁইয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সালেহ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








