শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার বিমানবন্দর আর্মড পুলিশের এএসপি তানজীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন সাড়ে ৩ কেজি, দাম প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি এয়ারলাইন্সে আসা একটি ফ্লাইটে (১ভিএইচ-০৬) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে গ্রিন চ্যানেলের ১নম্বর গেট পার হওয়ার সময় এপিবিএন সদস্যদের তল্লাশির মুখে পড়েন তিনি।
এসময় তার কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। আটক রফিকুলের বাড়ি কুমিল্লা দক্ষিণ সদরে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








