News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৪, ১৯ জানুয়ারি ২০২০

ব্লগার অনন্ত বিজয় হত্যায় জড়িত সন্দেহে আটক ২

ব্লগার অনন্ত বিজয় হত্যায় জড়িত সন্দেহে আটক ২

সিলেট: সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার সঙ্গে জড়িত সন্দহে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র এডিসি রহমতউল্লাহ।

শুক্রবার রাত ৯ টায় পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান রহমত উল্লাহ।

তবে একটি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কানাইঘাট থেকে এ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো-কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নাম রাহী ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান।

এই সূত্র জানায়, কয়েক মাস আগে সিলেটের মুন্সিপাড়া থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি ফারাবির সূত্র ধরে আটক করা হয় তাদের।

এর আগে গত ৭ জুন আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে। রিমান্ড শেষে এখন জেলহাজতে আছেন ইদ্রিস।

গত ১২ মে নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে। হত্যাকান্ডের পরপরই অনন্ত’র বড়ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পেশায় ব্যাংক কর্মকর্তা অনন্ত সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও মুক্তমনা ব্লগের ব্লগার ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়