News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৪, ১৯ জানুয়ারি ২০২০

দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৯

দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৯

ঢাকা: রাজধানীর ভাটারায় পৃথক অভিযানে ৪৩ হাজার পিস ইয়াবা ও ১টি প্রাইভেটকারসহ ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। উদ্ধার হওয়ার ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে ডিএমপির ডিসি (মিডিয়া) মুনতাসীরুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও হাজী সুপার মার্কেটের সামনে থেকে ইয়াবা উদ্ধারসহ ৯ ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি।

এর মধ্যে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী মায়া আক্তার ও তার ৪ সহযোগী সুমন সিকদার ওরফে চুইং সালাউদ্দিন, নাসির আহম্মেদ, সামছুল হক ও মো. ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা এবং বহনকারী ১টি এক্স করোলা প্রাইভেটকার উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই শফিউদ্দিন শেখ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সম্রাজ্ঞী মায়া জানায়, সে ও তার সহযোগীরা চট্টগ্রাম হতে বোরকা পরিহিত অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে কৌশলে ইয়াবা প্যাকেট বহন করে ঢাকায় নিয়ে আসে। তারপর রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় তা বিক্রি করে।

এর আগে, পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাজী সুপার মার্কেটের সামনে থেকে ৩০০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি। এরা হলেন- রুবেল, মাসুদ রানা, মাকসুদুল আলম স্বপন ও হিরু হাওলাদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন উৎস হতে ইয়াবা সংগ্রহ করে শরীরের বিভিন্ন স্থানে কৌশলে বহন করে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়