News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

স্ত্রীকে আনতে গিয়ে রাস্তায় প্রাণ গেল কৃষ্ণ চক্রবর্তীর

স্ত্রীকে আনতে গিয়ে রাস্তায় প্রাণ গেল কৃষ্ণ চক্রবর্তীর

ঢাকা: সন্ধ্যা সাড়ে ৬টায় স্ত্রীর অফিস ছুটি। প্রতিদিনের মতো আজও স্ত্রীকে আনতে মোটরসাইকেল নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন কৃষ্ণ চক্রবর্তী। পথে শনিরআখড়া পৌঁছতেই পেছন থেকে ছুটে আসা একটি বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৃষ্ণ চক্রবর্তীকে ঢামেকে আনা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোজাম্মেল হক।

নিহতের স্ত্রী মিঠু চক্রবর্তী নিউজবাংলাদেশকে বলেন, “আমরা সবুজবাগের ৭৫/১ বাসাবোতে ভাড়া থাকি। কৃষ্ণ জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেডে চাকরি করতেন। বিকেলে আমাকে নেওয়ার জন্য অফিসে যাওয়ার পথে শনিরআখরা বাসপট্টি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।”

তিনি আরো বলেন, “এসময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহন হন তিনি। পরে হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়