News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:১৯, ৩০ জুলাই ২০২০

শৈলকুপা প্রেসক্লাব সভাপতি পলাশ, সম্পাদক ডাবলু

শৈলকুপা প্রেসক্লাব সভাপতি পলাশ, সম্পাদক ডাবলু

ঝিনাইদহ: দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে উপজেলার কর্মরত সাংবাদিকদের ঐকমত্যের ভিত্তিতে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শৈলকুপা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলার প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন দিনকাল প্রতিনিধি শাহীন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু।

এছাড়া সহসভাপতি গ্রামের কাগজ প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন, সহসম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ইনকিলাব প্রতিনিধি শিহাব মল্লিক, অর্থ সম্পাদক এএসএম আলীমুজ্জামান, দপ্তর সম্পাদক এইচএম ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম বিন সাত্তার, নির্বাহী সদস্য এম হাসান মুসা, আলমগীর অরণ্য ও মফিজুল ইসলামসহ ১৯ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সমকালের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, ইত্তেফাকের ভ্রাম্যমাণ সংবাদদাতা বিমল সাহা, এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু ও নিউ এজ জেলা প্রতিনিধি দেলোয়ার কবীর।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়