News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধুর ‘আত্মহত্যা’

কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধুর ‘আত্মহত্যা’

ঝিনাইদহ: সমিতির কিস্তির টাকা দিতে না পেরে কণক রানী (৪০) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার সকালে শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কণক এ গ্রামের সুরঞ্জন কর্মকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কণক গ্রামীণ ব্যাংক, পদক্ষেপ, আশা, আদদ্বীন ও জাগরণী চক্রসহ বিভিন্ন সমিতি থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ঋণ নেন। এর মধ্যে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার, আদদ্বীন থেকে ৫০ হাজার, পদক্ষেপ থেকে ৩০ হাজার টাকা ও আশা থেকে ২০ হাজার টাকা ঋণ নেন তিনি।

সূত্র আরো জানায়, এ টাকা দিয়ে কণক তার ছেলেকে একটা সিটি গোল্ডের দোকান করে দেন। এর পর থেকে তিনি নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে কিস্তির টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় সমিতির আদায়কারীদের চাপে পড়েন তিনি। এ অবস্থায় শুক্রবার সকালে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান গৃহবধুর আত্মহত্যার ঘটনা স্বীকার করে নিউজবাংলাদেশকে বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়